• July 11, 2025

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা অব্যাহত

স্টাফ রিপোর্টার: করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ৯ মে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও খাগড়াছড়ি সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলার প্রায় ২২০ পরিবার এই সহায়তা গ্রহণ করেন।

প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ লিটার তৈল, ০.৫ কেজি লবন, ০১ কেজি চিনি, ০১ টি সাবানসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী এবং *করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।

করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মুহূর্তে দেশের জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post