লক্ষ্মীছড়ি থানার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় থানার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ১৪জুলাই মঙ্গলবার থানা এলাকার বিভিন্ন গুরুত্বর্পর্ণ স্থানে বিভিণ্ন প্রজাতির গাছ লাগানো হয়।
জানা যায়, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীছড়ি থানার সম্মুখে ও আশেপাশের খালি জায়গায় বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন মানিকছড়ি সার্কেল’র সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম। এ কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর ও পুলিশ সদস্যগণ।