সিন্দুকছড়িতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার: ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান বলেছেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্তি প্রিয়, সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে পাহাড়ে শান্তি সম্প্রীতি ও আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সরকারকে সহযোগীতা করছে। উন্নয়নের এ ধারা অব্যহত রেখে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সকালে গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানে সহায়তা, অসহায় বৃদ্ধার ঘর তৈরী করার জন্য নির্মাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান’সহ শিক্ষক ও অসহায়-দরিদ্রদের মাঝে আর্থিক অনুদান বিতরণ কালে প্রধান অতিথির বক্তোব্যে এসব কথা বলেন জোন অধিনায়ক।
এসময় অন্যান্যের মধ্যে জোনের উপ-অধিনায়ক মেজর রাহাত আহাম্মেদ, ক্যাপ্টেন সামিউল ইসলাম, ক্যাপ্টেন মোহাইমিনুল আকিব উপস্থিত ছিলেন।