গুইমারা উপজেলা বিএনপির সম্মেলন: সভাপতি ইউসুফ, সম্পাদক নবী হোসেন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পাতা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয়। সম্মেলনে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: ইউসুফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতেই হবে। খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্র উদ্বারে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানান। তিনি বলেন, নতজানু আওয়ামী লীগ সরকার ভারতকে খুশি করতে গিয়ে দেশের অর্থনীতি আজ ধংসের শেষ প্রান্তে। এ অবৈধ সরকারের অপকর্মে প্রধান বাধা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে।

সম্মেলনে মো: ইউসুফকে সভাপতি ও মো: নবী হোসেনকে সম্পাদক করে ১০১ সদস্যের গুইমারা উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্ট ও অনিমেষ চাকমা রিংকু প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post