লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী কর্তৃক সাংস্কৃতিক মেলা ও দুস্থ্যদের মাঝে অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় উপজাতীয় সাংস্কৃতিক মেলা ও ঐতিহ্যবাহী বলি খেলা আয়োজন এবং গরীব অসহায় পরিবারের মাঝে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী কর্তৃক অনুদান দেয়া হয়েছে বলে জানা গেছে।

২৪ এপ্রিল বুধবার লক্ষ্মীছড়ি জোন সদরে আনুষ্ঠানিকভাবে জোন কমান্ডার লে: কর্ণেল মো: জান্নাতুল ফেরদৌস এ অনুদানের অর্থ তুলে দেন।

মাষ্টার পাড়া ঐতিহ্যবাহিী বলি খেলা পরিচালনা কমিটির সভাপতি সুইসা অং চৌধুরী, অংথোয়াই মারমা এ অনুদানের টাকা গ্রহণ করেন। এছাড়াও এলাকার একজন গরীব অসহায় পরিবারে কন্যা বিবাহ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. ওয়ালী উল্লাহ, লেফটেন্যান্ট মো.নাজমুজ সাকিব, লেফটেন্যান্ট জাহিদ হাসানসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য ব্যক্তিদের মাঝে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে অনুদান বিতরণ করা হয়।

Read Previous

খাগড়াছড়িতে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ে চলছে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

Read Next

খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা