অনলাইন প্রেস ইউনিটি চট্টগ্রাম মহানগর-জেলার অভিষেক কাল
ডেস্ক রিপোর্ট: অনলাইন প্রেস ইউনিটি চট্টগ্রাম মহানগর-জেলার অভিষেক ও শপথ অনুষ্ঠান ৫ সেপ্টেম্বর বিকেল ৪ টায় জেলাা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আয়োজনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।
উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, কলামিস্ট শান্তা ফারজানা, দৈনিক আলোকিত একুশে সংবাদ সম্পাদক হেদায়েত উল্লাহ মানিক, আলহাজ্ব আবদুন নবী লেদু ও শফিউল আলম ছগীর। প্রধান আলোচক থাকবেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী।
আলোচক থাকবেন বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজল, শাহজালাল ভূঁইয়া উজ্জল প্রমুখ। সভাপতিত্ব করবেন অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান আজগর আলী মানিক।- প্রেস বিজ্ঞপ্তি