অনাথালয়ে কোমলমতি শিশুদের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার: পার্বত্য অঞ্চলের আভিযানিক কর্মকান্ডের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সংহযোগিতায় নানামুখী জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় ২৪ পদাতিক ডিভিশনের, গুইমারা রিজিয়নের কম্বল ও ব্যাগ ফ্যাক্টরী থেকে উৎপাদিত শীতবস্ত্র কোমলমতি বাচ্চাদের জন্য মায়াকানন অনাথালয়ে বিতরণ করা হয়।
গত ২৭ নভেম্বর শনিবার স্বেচ্ছাসেবী দাতা সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রত্যক্ষ তত্ত্বাধানে কোমলমতি শিশুদের জন্য খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মাইসছড়ি ইউনিয়নে মায়াকানন অনাথালয়ে এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়।
গুইমারা রিজিয়নের কম্বল ও ব্যাগ ফ্যাক্টরী থেকে উৎপাদিত এ সকল দ্রব্যসামগ্রী এভাবেই বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশের সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্র পরিবারের মাঝে।