• December 26, 2024

অনুমোদন ছাড়াই বার বছর দায়িত্বে, অর্থ আত্মসাতের অভিযোগ

 অনুমোদন ছাড়াই বার বছর দায়িত্বে, অর্থ আত্মসাতের অভিযোগ

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ার লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন কালীন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন মনোনীত নেতৃবৃন্দ শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করেন। সাবেক ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে অনুমোদন না নিয়ে নির্বাচন ছাড়াই বার বছর জোরপূর্বক দায়িত্বে থেকে সমিতির নেতা পরিচয়ে এলাকায় লুটপাট, জবরদখল, সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগ তুলেন। এছাড়া নিবন্ধন কর্তৃপক্ষের সাথে নিয়মতান্ত্রিক যোগাযোগ না করে কোনরকম হিসেব-নিকেশ ও অডিট ছাড়াই তারা এতোদিন সমিতির কার্যক্রম চালিয়ে বার বছরে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ তুলেন সমিতির নবনির্বাচিত আহবায়ক আব্দুল মোতালেব চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সমিতির ছয়শত সদস্যের প্রাত্যহিক পাঁচ টাকা হারে চাঁদা, ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক রশিদবিহীন তিন হাজার টাকা আদায়, সমিতির দোকান ও টয়লেট থেকে মাসে দশ হাজার টাকা করে আদায়সহ সবমিলিয়ে বিগত বার বছরে ২৬ কোটি ৪০ লক্ষ টাকার হিসাব চাওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সদস্য সচিব শামসুল আলম কন্ট্রাক্টর, সদস্য হাজী ইলিয়াছ সিকদার, ওসমান গনি, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, আনোয়ার সওদাগর, মোহাম্মদ আনোয়ার হোসেন, আব্দুর রহিম, হায়দার চৌধুরী, নজরুল ইসলাম বালি প্রমুখ।

নবনির্বাচিত নেতৃবৃন্দরা আরও বলেন, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল আলম গত ১৯ নভেম্বর এগার সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন। নবগঠিত কমিটি আগামী নব্বই দিনের মধ্যে কার্যকরী কমিটি গঠন করবে বলে জানানো হয়। কিন্তু আহবায়ক কমিটি গঠিত হলেও সম্প্রতি সমিতির নামে অন্য একটি গ্রুপ নির্বাচন করার নামে বৈধতা না থাকলেও প্রত্যেক সদস্য হতে ৫০০-১০০০ টাকা হাতিয়ে নিচ্ছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post