অনেক ঘুষখোর কর্মকর্তা কাজ স্লো করে দিয়েছে কাজে অনীহা দেখাচ্ছে -হাসনাত
খাগড়াছড়ি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘শেখ হাসিনা পালানোর পর নতুন এক বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। পালিয়ে গেছে অনেক সরকারি দফতরের প্রধান কর্মকর্তারা। আজকের এই পরিবর্তিত বাংলাদেশে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। তবে অনেক ঘুষখোর কর্মকর্তা এখন কাজে অনীহা দেখাচ্ছে। ঘুষ খেতে না পারায় কাজ স্লো করে দিয়েছে।
৯ সেপ্টেম্বর সোমবার বিকালে খাগড়াছড়ি টাউন হলে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভূমি, পাসপোর্ট, বিআরটিএ ও বিদ্যুৎ অফিসসহ প্রায় প্রতিটি সরকারি অফিসে বিগত ১৬ বছর ধরে লাগামহীন দুর্নীতি হয়েছে। অনিয়ম হয়েছে। ঘুষ ছাড়া কোনও সেবা পায়নি সাধারণ নাগরিকরা।’
তাদের উদ্দেশে এই সমন্বয়ক বলেন, ‘আপনাদের কত বেতন-ভাতা দেওয়া হবে- তা জেনে বুঝেই সরকারি চাকরিতে যোগদান করেছেন। যদি এখনও ঘুষ খাওয়ার আশা মনে পোষণ করে থাকেন তবে চাকরি ছেড়ে চলে যান।’
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই সরকারের মেয়াদে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে। স্বাস্থ্য ও শিক্ষাসহ সকল খাতে দুর্নীতি সমূলে উৎপাটন করা হবে। স্বাস্থ্য ব্যবস্থা এমন করা হবে, রাষ্ট্রপতি যেখানে চিকিৎসা নেবেন সেখানে একজন দিনমজুর, তাঁতি, রিকশাচালক চিকিৎসা নিতে পারবেন। আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদে শিক্ষা ব্যবস্থাটা এমন হবে, একজন মন্ত্রীর ছেলে যেখানে পড়ালেখার সুযোগ পাবে সেখানে একজন সাধারণ মানুষের সন্তানও পড়ালেখার সুযোগ পাবে। কোনোক্ষেত্রেই দুর্নীতি ও বৈষম্য থাকবে না।’
আওয়ামী লীগ সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে তিনি বলেন, ‘আমাদেরকে হিন্দু-মুসলিম কিংবা পাহাড়ি বাঙালির বিভাজনে ব্যস্ত রেখে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে গত ১৬ বছরে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কারণ তারা জানতো, সাধারণ জনগণকে বিভাজিত করে না রাখলে সমাজ এবং রাষ্ট্রে স্থিতিশীলতা চলে আসবে। আর রাষ্ট্রে স্থিতিশীলতা এলে জনগণ সরকারকে প্রশ্ন করা শুরু করে দেবে।’
পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পাহাড়ের মানুষ যুগ যুগ ধরে অধিকার বঞ্চিত। এখানে শুধু নাই আর নাই। পাহাড়ের শান্তিপ্রিয় জনগণকে বিভিন্নভাবে বিভাজন করে অপরাজনীতি করেছে আওয়ামী লীগ। সময় এসেছে বৈষম্য দূর করার। পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে।
গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে এই ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ জেলা ও উপজেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করে