• December 12, 2024

“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’’ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি লক্ষ্মীছড়িতে

স্টাফ রিপোর্টার: অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় আনন্দ শোভাযাত্রা ও ‘‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১জানুয়ারী শনিবার আনন্দ শোভাযাত্রা ‘‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা উপজেলা সদর ও বাজার এলাকা পরিদর্শন করে উপজেলা মুক্তমঞ্চে এসে শেষ করা হয়। শোভাযাত্রায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

পরে ‘‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন ব্যাপারি। এসময় লক্ষ্মীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান, দীডান্তর চাকমা রাজু, সুমনা চাকমা, লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীরসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post