অবরোধের সমর্থনে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল-পিকেটিং
খাগড়াছড়ি প্রতিনিধি: দশম দফায় বিএনপির ডাকা ২৪ ঘণ্টা অবরোধের প্রথম দিন খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া সড়কে স্বেচ্ছাসেবক দল, আলুটিলায় যুবদল, ফায়ার সার্ভিস এলাকায় পৌর বিএনপি, রাঙামাটি সড়কে ছাত্রদল, পেরাছড়া ও ভাইবোনছড়া সদর উপজেলা উপজেলা বিএনপি মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে। ৬ ডিসেম্বর বুধবার দিনভর চলে এ কর্মসূচি।
এসময় তারা বেগম খালেদা জিয়াসহ সকল আটক নেতাকর্মীদের মুক্তি ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে স্লোগান দেয়।
অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণস্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।