• February 19, 2025

অবৈধভাবে মাটি কাটায় ইট ভাটার মালিকের মোবাইল কোর্টে জরিমানা এক লক্ষ টাকা

শাহ আলম রানা,গুইমারা: খাগড়াছড়ি’র গুইমারাতে অবৈধভাবে ইট ভাটার জন্য দেশের প্রচলিত আইন অমান্য করে মাটি কাটার অপরাধে ভাটার মালিক মশিউর রহমান তারেককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৯ডিসেম্বও শনিবার গুইমারা’র সাইংগুলিপাড়া এলাকায় অবৈধভাবে মাটিকাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসার সংবাদ পেয়ে এস্কোবেটর চালক পালিয়ে গেলেও মিনিট্রাক গুলো ধরা পড়ে। মাটিভর্তি ৩টি মিনিট্রাক অনুমতি বিহীন মাটি কেটে ইটভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ৫ উপধারায় এ জরিমানা করা হয়েছে।

এ সময় গুইমারা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) শফিকুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে। ইটভাটার পরিবেশ দূষণ ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান চলমান থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post