অবৈধ অস্ত্র পরিহার করুন,তবেই পাহাড়ে শান্তির সুবাতাস বইবে -মাহবুবউল আলম হানিফ

 অবৈধ অস্ত্র পরিহার করুন,তবেই পাহাড়ে শান্তির সুবাতাস বইবে -মাহবুবউল আলম হানিফ

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখা’র উদ্যোগে জেলা আওয়ামী লীগের তৃণমূল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ২০মার্চ খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে  জেলা আওয়ামীলীগ এর  সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ  আওয়ামীলীগ এর কেন্দ্রীয়   যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের  হুইপ ও  বাংলাদেশ আওয়ামীলীগ এর    সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ  আওয়ামীলীগ এর কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।আওয়ামী লীগ ১৩বছরের ক্ষমতায় বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে এসেছে,সেটির প্রমাণ দিবে এদেশের নাগরিক। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যাচ্ছে। বিদ্যুতিক ঘাটতি পূরণ করেই চলেছে বর্তমান সরকার। আমরা আশা করি পার্বত্য অঞ্চলের যেসকল  এলাকায় বিদ্যুৎ পৌঁছেনি, কয়েক বছরের মধ্যে বিদ্যুৎ পৌঁছিয়ে দেয়া হবে।বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তর পোশাক রপ্তানির দেশ হিসেবে স্থান লাভ করেছে।যারা জামাত-বিএনপি করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনা।এদেশের উন্নয়নকে তারা স্বীকার করেনা। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ হয়েছে সেটি তারা চোখে  পড়েনা এবং স্বীকার করেনা।
তিনি আরও বলেনএই পাহাড়ে যারা অস্ত্র ব্যবহার করে শান্তির কথা বলছেন,শান্তির পরিবেশ খুঁজছেন,তারা শান্তির পরিবেশ খুঁজে পাবেন কিভাবে? অবৈধ অস্ত্র পরিহার করুন,তবেই পাহাড়ে শান্তির সুবাতাস বইবে। প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ  আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। পার্বত্য অঞ্চলের মানুষের মত সুন্দর এবং ভালো মনের মানুষ আর  কোথাও খুঁজে পাবেন না।পার্বত্য অঞ্চলের মানুষের সহজ সরল মানুষের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই।আজকে খাগড়াছড়ির সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।শান্তি সম্প্রীতির খাগড়াছড়ি পার্বত্য জেলা,উন্নয়নের খাগড়াছড়ি পার্বত্য জেলা।আজকে আমার জীবন পূর্ণ হয়েছে।প্রকৃতির মাঝে এই সৌন্দর্য আমাকে আজীবন চির কৃতজ্ঞ করে রাখবে।
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও ট্রাস্কর্ফোসের চেয়ারম্যান  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,আমাদের আস্থা এবং বিশ্বাসের ঠিকানা জয় বাংলা।জয় বাংলা হচ্ছে বিজয়ের একমাত্র ঠিকানা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনে  আমরা পেয়েছি স্বাধীন দেশ । মুক্তিযুদ্ধের চেতনাকে মনে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।শেখ হাসিনা সরকারের  হাতকে  শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান ।
অনুষ্টানে বাংলাদেশ আওয়ামী লীগ’র ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা এমপি,আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন প্রমুখ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী সহ জেলা আওয়ামীলীগ ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post