• July 27, 2024

অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা গুইমারাতে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির গুইমারায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করায় ব্যবসায়ী কর্তৃক সাংবাদিককে নানা হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৮ ও ২৯ ডিসেম্বর যত্রতত্র বালু উত্তোলন ও স্ক্যাবেটর দিয়ে খালের পাড় কেটে বিক্রির সংবাদ, দৈনিক কালের কন্ঠ, র্পাবত্য নিউজসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এর আগে তথ্য সংগ্রহ করতে গেলে গত ১২ ডিসেম্বর বালু ব্যবসায়ী ও পাহাড় কাটার প্রধান সিন্ডিকেট ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ নেতা আইয়ুব আলী সাংবাদিক দিদারুল আলমকে দেখে নেবেন বলে হুমকি প্রদান করে।

১৬ জানুয়ারী আইয়ুব আলীর ছেলে সাগর খাগড়াছড়ির বিজ্ঞ আমলী আদালতে চাদাঁ চেয়েছে মর্মে একটি মিথ্যা মামলা দায়ের করে। আদালত মামলাটি তদন্তের জন্য গুইমারা থানার পুলিশকে দায়িত্ব দেয়। এমন একটি অনিয়মের সংবাদ প্রকাশিত হয় সর্বমহলে প্রশংসিত হলেও সাংবাদিককে ঘায়েল করতে এ ধরনের সাজানো মিথ্যা মামলা দায়ের করায় পেশাজীবী সাংবাদিক মহলে নিন্দার ঝড় বইছে। আইনের সঠিক ব্যবহার প্রয়োগ করে সত্য তথ্য উদঘাটন করে প্রকৃত দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সুশীল সমাজের।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post