• December 11, 2024

অবৈধ বালু উত্তোলন বন্ধে পানছড়িতে মোবাইল কোর্ট

পানছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলায় অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যামান আদালত। আজ বৃহষ্পতিবার সকাল ১১টা থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিট্টেট ও পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম।

বালু উত্তোলন কালে দুটি ট্রাক্টর ও বালু মহাল থেকে একজনকে আটক করে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করে কোন বালু উত্তোলন করা যাবে না। আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, একটি চক্র বেশ কিছুদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে চেংগী থেকে বালু উত্তোলন করে আসছিল। এরি মাঝে ভ্রাম্যমান আদালত ৩টি মেশিন জব্দ ও লোগাং ব্রীজ এলাকায় বালু উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারী করেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post