• May 18, 2024

মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন

 মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন

গুইমারা প্রতিনিধি: গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে সিন্ধুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা,পিএসসি,জি।

১৮ডিসেম্বর সোমবার সকালে সিন্দুকছড়ি জোন এর পক্ষ থেকে সিন্ধুকছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তায় শীতবস্ত্র বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে চাউল, অসহায়দের মাঝে ঢেউটিন, দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান ও বই বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোনের অন্যান্য অফিসার ও সাংবাদিক বৃন্দ।

জোন কমান্ডার বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে জনকল্যাণে একে অপরের সহযোগিতা করবেন।এ জোন আপনাদের সুখ, দুঃখে পাশে ছিল আগামীতেও থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post