অসহায় ও হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অসহায় ও হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দ ভাগাভাগি করতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভুয়াছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন পাহাড়ি-বাঙালি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্

পানছড়িতে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১
লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ’র পোস্ট কমান্ডার আটক
মহা-সংকটের অক্সিজেন

স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দ ভাগাভাগি করতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভুয়াছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন পাহাড়ি-বাঙালি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।

২১ এপ্রিল সকাল ১০ টায় মহালছড়ি জোনের আওতাধীন ভুয়াছড়ি আর্মি ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় লোকজনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসব উপহারের মধ্যে রয়েছে, লুঙ্গি, শাড়ি, সেমাই, চিনি, কিচমিচ, দুধ, ডাল, তৈলসহ ১১ প্রকার ঈদ সামগ্রী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ।

রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে। আমাদের কাজের অংশ হিসেবে সাধারণ মানুষের কল্যাণের জন্য আমরা এমন উদ্যেগ গ্রহন করেছি। সামনে ঈদ এই ঈদের আনন্দ সাধারণ জনগনের সাথে ভাগাভাগি করার জন্য এখানে একটা ক্ষুদ্র প্রচেষ্টা গ্রাহন করেছি। আমাদের এমন কার্যক্রমে এখানে আশা লোকজনের কিছুটা হলেও ভাড়তি আনন্দ হবে।

আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহরিয়ার, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার(জিটুআই) মেজর মোঃ জাহিদ হাসান।