• July 25, 2024

অসুস্থ জেলা কৃষকদলের নেতাকে দেখতে গেলেন ওয়াদুদ ভূইয়া,পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: অসুস্থ খাগড়াছড়ি জেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুল গনি পিসিকে দেখতে গেলেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

১২ জানুয়ারি শুক্রবার সদর উপজেলার ভূয়াছড়িতে গনি পিসির নিজ বাড়িতে যান ওয়াদুদ ভূঁইয়া। পরে সেখানে পথসভায় সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ- সভাপতি কংচাইরি মাস্টার, মোসলেম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট  আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএন আবসার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

ওয়াদুদ  ভূইয়া বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে পার্বত্য অঞ্চলের অনেক উন্নয়ন হয়। বিএনপি সরকারের আমলে প্রত্যন্ত এ অঞ্চলে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপসানালয়সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা হয়েছিল।  তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, দেশে উন্নয়নের নামে হরিলুট চলছে। তাই সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বলেও আহবান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post