• December 12, 2024

আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত গুইমারা

 আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত গুইমারা

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার।

২০ নভেম্বর বুধবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো: শাহজাহান, আইসিটি বিষয় কর্মকর্তা রাজিব রায় চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা দিপীন চাকমা, উপজেলা খাদ্য গুদাম ইনচার্জ আতাউল গণি, জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সরকারি বে-সরকারি কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বলেন, উন্নয়নমূলক কাজ স্বচ্ছভাবে করতে হবে। এছাড়াও গুইমারা উপজেলা অবৈধ ভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা, ইটভাটা চালানো, গাছ কাটা বন্ধ করতে হবে। এসকল কাজ যাতে বন্ধ করা যায় সে বিষয় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি বাল্য বিবাহ রোধে সকলের অগ্রনী ভূমিকা রাখার জন্য পরামর্শ প্রদান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post