• July 27, 2024

আইন সংশোধনের দাবিতে রাঙামাটিতে সমাবেশ: ভূমি বিরোধ নিষ্পত্তি আইনে পার্বত্যবাসীর অধিকার সুরক্ষিত থাকবে -চেয়ারম্যান

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক বলেছেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইনে পার্বত্যবাসীর অধিকার সুরক্ষিত থাকবে।পাহাড়ি-বাঙালির কারো অধিকার ক্ষুণœ হবে না।
২৩ ডিসেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে কমিশনের অফিস কক্ষে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ৭ম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিচারপ্রতি আরও বলেন, এই কমিশন পার্বত্যবাসীর জন্য। এটি একক কোনো গোষ্ঠির কমিশন নয়। পার্বত্যবাসীর ডকুমেন্টের জন্য এ কমিশন। বিভিন্ন গোষ্ঠির প্রতিনিধি আছে এখানে। তারা যখন সিদ্ধান্ত নেবেন, তখন পার্বত্যবাসীর পক্ষেই সিদ্ধান্ত নেবেন। আইন মতে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে যাচাই-বাচাইয়ের কার্যক্রমও চলছে বলে বিচারপ্রতি যোগ করেন।

উপস্থিত ছিলেন, পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (ওরফে সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মো. আলী মনছুর, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা,বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়,বান্দরবান বোমং সার্কেল চীফ উ চ প্রু চৌধুরী প্রমুখ।

এর আগে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা।

সাক্ষাৎকারে চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীদের বলেন,এই আইন নিয়ে যতই লাগবেন,ততই জটিলতা বাড়বে। আর এই আইন হলে বাঙালি এবং পাহাড়িদের উভয়ের জমি রেকর্ড হবে এবং একটি ডকুমেন্টেশন হবে।

তিনি আরও বলেন, পাহাড়ি-বাঙালি আমরা সবাই বাংলাদেশী। কিন্তু আপনারা অন্যায় করে যেমন ওদের ভিটামাটি থেকে উচ্ছেদ করতে পারবেন না, তেমনি পাহাড়িরাও আপনাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করতে পারবে না। যদিও পাহাড়িরা জোর করে কাউকে উচ্ছেদ করে, এটি যেমন সহ্য করবো না, তেমনি আপনাদেরকেও। তবে আপনাদের এই স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর পৌছে দেবেন বলে তিনি আশ^াস দেন।

এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য মোঃ সোলাইমান, আবু বক্কর সিদ্দিকী, মোঃ শাহাজাহান, কাজী মোঃ জালোয়া, মোঃ হাবিব প্রমূখ।

এদিকে সকাল থেকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬ সংশোধনের দাবিতে রাঙামাটি শহরের বিক্ষোভ সমাবেশ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এসময় প্রায় দেড় ঘন্টা শহরে যানবাহন চলাচল বন্ধ থাকে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post