• April 29, 2025

আগুনে পুড়ে যাওয়া অক্রেয় মারমার দোকান পরিদর্শনে সেনাবাহিনী

 আগুনে পুড়ে যাওয়া অক্রেয় মারমার দোকান পরিদর্শনে সেনাবাহিনী

রায়হান আহমেদ পানছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মগপাড়ায় অক্রেয় মারমার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে এগারোটায় উপজেলা দুদুকছড়ার মগপাড়ায় এ ঘটনা ঘটে।
এ খবর পেয়ে রাত পোহাতেই পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাত হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

অক্রেয় মারমা বলেন এটি আমার জীবিকার একমাত্র মাধ্যম ছিল এই ঘরটি পুড়ে যাওয়ায় আমি সর্ব শান্ত হয়ে গেছি। আমার বসবাস করার কোন জায়গা না থাকায় আমি দোকানের এক কোণে বসত করতাম দোকানের সাথে সাথে আমার মাথা গোচার এটিও পড়ে ছাই হয়ে গেল। ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক তিন লক্ষ্য টাকা বলে ধারণা করা হচ্ছে।

সাবজোন কমান্ডার মেজর রিফাত হোসাইন অসহায় অক্রেয় মারমা কে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এবং তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশ রক্ষার পাশাপাশি অসহায় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post