• December 27, 2024

আজ যাদের নিয়ে মাঠে নামবেন মেসি

ডেস্ক রিপোর্ট: প্রথম ম্যাচ ড্র করায় আর্জেন্টিনা আজকের ম্যাচটি নিয়ে অনেক হিসাব-নিকাশ করছে। কারণ ক্রোয়েশিয়া বিপক্ষে আর্জেন্টিনার আজকে ম্যাচটি কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের নকআউট পর্বের ভবিষ্যৎ। রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার একাদশে কারা থাকছেন তা নিয়ে এখন চলছে জোর আলোচনা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমে খবর, ক্রোয়েশিয়ার বিপক্ষে এ ম্যাচে বাদ পড়তে পারেন ডিফেন্ডার মার্কোস রোহো এবং অভিজ্ঞ মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া।

আইসল্যান্ডের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে দুজনেই নিজেদের মেলে ধরতে পারেননি। তাই প্রথম একাদশে জায়গা হারাতে পারেন তারা। তা ছাড়া স্ট্র্যাটেজিতেও পরিবর্তন আনছেন কোচ সাম্পাওলি। সেন্ট্রাল ডিফেন্সে তিনজন আর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলবেন মাসচেরানো। ক্রোয়েশিয়াকে আটকাতেই তাদের এই পরিকল্পনা।

এর আগে প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। সে ম্যাচে দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি পেনাল্টি মিস করেছিলেন।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : গ্যাব্রিয়েল মার্সাডো, নিকোলাস ত্যাগলিয়াফিকো, লুকাস বিলিয়া, উইলি ক্যাবায়েরো, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওটামেন্দি, হাভিয়ের মাচেরানো, ম্যাক্সিমিলিয়ানো মেজা, লিওনেল মেসি, এভার বানেগা, সার্জিও আগুয়েরো।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post