• July 27, 2024

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানিকছড়ি মানববন্ধন ও শিক্ষার্থী সমাবেশ

স্টাফ রিপোর্টার: ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি পালনে মানিকছড়ি উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘ যৌথভাবে মানববন্ধন,শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।

দিবসের প্রথম প্রহর সকাল সোয়া ১০টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে উপজেলা টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ গ্রহণ করেন সততা সংঘের শিক্ষার্থী, যুব রেড ক্রিসেন্টের সদস্য, হিন্দু যুব পরিষদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা। শিক্ষার্থীরা র‌্যালি নিয়ে দলে দলে মানববন্ধনে অংশ নেয়। অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম,সহকারী শিক্ষা কর্মকর্তা শুভাষীস বড়ুয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আইয়ূব আলী আনসারী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল্লাহ, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, মো. আবুল কালাম আজাদ, দুপ্রক সহ-সভাপতি ডা. অমর কান্তি দত্ত,সদস্য সাথোয়াইঅং মারমা, মো. জাহাঙ্গীর আলম, মো. ইসমাঈল হোসেন,দুপ্রক সাধারণ সম্পাদক আবদুল মান্নান,শিক্ষক অজিত কুমার নাথ, মো.খোরশেদ আলম,যুব রেডক্রিসেন্টের উপজেলা প্রধান মো. আশরাফুল ইসলামসহ নানা পেশার সূধীজন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ এর সভাপতিত্বে এবং দুপ্রক সাধারণ সম্পাদক আবদুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল,দুপ্রক সহ-সভাপতি ডা. অমর দত্ত প্রমূখ।

সভায় অতিথিসহ সভাপতি তামান্না মাহমুদ বলেন, যার যার অবস্থান থেকে ন্যায় ও সত্যের পক্ষে জোরালো অবস্থান নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দুর্নীতিরোধ সম্ভব। আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীর ভবিষৎ,তাই সমাজের সকল অনিয়ম, ব্যবিচার,অনাচার,অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে হবে। তবেই দুর্নীতিবাজ, দুস্কৃতিকারীরা ও জুলুমবাজরা পিছুঁ হটবে। দেশ এগিয়ে যাবে। আসুন,আমরা সবাই মিলে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে এসে,বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ে তুলি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post