আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপনে মানিকছড়িতে মানববন্ধন ও আলোচনা সভা

Homeস্লাইড নিউজশিরোনাম

আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপনে মানিকছড়িতে মানববন্ধন ও আলোচনা সভা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২২ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমি

লামায় ভগবান শ্রীকৃষ্ণে জন্মাষ্টমী উৎসব পালিত
রামগড়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের জমির দলিলসহ ঘর পেলেন ২২ পরিবার
মহালছড়িতে রুপন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২২ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলনের পর মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী।

উপজেলা দূপ্রক সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহি উদ্দিন আহম্মদ, রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, থানা উপ-পরিদর্শক মো. নাজমুল হাসান প্রমূখ।

সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সেচ্চার হতে হবে।