• June 20, 2025

আন্তর্জাতিক নারী দিবসে মানিকছড়িতে উন্নয়ন মেলা ও আলোচনা সভা

মানিকছড়ি প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবসে মানিকছড়িতে নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো’ নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’ এই প্রতিপাদ্যে এবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৮ ও ৯মার্চ দু’দিন ব্যাপি নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। শুক্রবার ৮মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা টাউন হলে মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া, অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আইয়ূব আলী আনছারী,মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম প্রমূখ।

অতিথিরা সকালে নারী উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে আলোচনা সভায় অংশ নেন। এ সময় অতিথিরা বলেন, সময়ের আদলে পুরুষ শাসিত সমাজে আজ পরিবর্তন এসেছে। নারীরা আজ উন্নয়ন মেলায় তাদের তৈরি রকমারী প্রসাধনী ও সরঞ্জামাদি নিয়ে মেলা সাজিয়েছে। নারীদের চমৎকার আয়োজন দেখে অতিথিরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post