• March 16, 2025

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা 

 আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা 

গুইমারা প্রতিনিধি: গুইমারা উপজেলা প্রশাসন রাজিব চৌধুরীর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

৮মার্চ শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ অন্যান্য দপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় দিনটি। নারী দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ।

নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধসহ নারীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশেও পালিত হয়েছে এ দিবস। শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে নারী দিবসের শোভাযাত্রা বের করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post