আবারো পানছড়ি বাজার বয়কটের ঘোষণা
স্টাফ রিপোর্টার: আগামী ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার হতে আবারো পানছড়ি বাজার বয়কটের ঘোষনা দিয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ পানছড়ি ইউনিট।
১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে পানছড়ি ইউনিট ইনচার্জ আইচ্যুক ত্রিপুরা জানান, চাঞ্চল্যকর বিপুল-সুনীল-লিটন ও রুহিন খুনীদের গ্রেফতার ও আইনানুগ পদক্ষেপ গ্রহণে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হওয়ায় ইউপিডিএফ পানছড়ি ইউনিট আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার হতে ফের পানছড়ি বাজার বয়কট কার্যকর হবে ।
তিনি বলেন, বিপুল সহ চার তরুণ নেতার খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ইউপিডিএফ পানছড়ি ইউনিট গত ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে পানছড়ি বাজার বয়কটের ডাক দেয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার বয়কট স্থগিত করা হয়।
বাজার চালু হওয়ার স্থানীয়দের মাঝে প্রান চাঞ্চল্য ফিরে আসে। এদিকে পুনরায় বাজার বয়কটের ঘোষনায় সকলেই এক অজানা আতংকের মাঝে আছে। এতে সাধারণ ব্যবসায়ী ও সথানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।