• December 5, 2024

আমি বন্যার পানিতে ভেসে আসা কচুরিফনা নই -এটিএম পেয়ারুল ইসলাম

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে  স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেয়ার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম বলেছেন, আমি বন্যার পানিতে ভেসে আসা কচুরিফনা নই।  আমি রাস্তার ধারে গজে উঠা লজ্জাবতি গাছ নই যে ছুঁইলেই নুইয়ে যাব। আমি ফটিকছড়ির ছয়লক্ষ ফোঁড় খাওয়া মানুষের একজন। আমি বঙ্গবন্ধুর কথা বলতে এসেছি, আমি শেখ হাসিনার কথা বলতে এসেছি। আমি নষ্ট রাজনীতির ভীড়ে কষ্ট পেয়ে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজতে এসেছি। তিনি বলেন আমি ফটিকছড়িতে আওয়ামী রাজনীতিকে  প্রতিষ্ঠিত করতে গিয়ে নির্মম হত্যার শিকার
আওয়ামীলীগ নেতা জহরুল হক, হেলাল, শ্যামল, খুরশিদ, আলী আবদুল্লাহসহ ৫২ জন শহীদের কবরে বছরে একবার ফুল দেওয়ার ট্রেডিশন ভাঙ্গতে এসেছি।  রক্তভেজা ফটিকছড়ির মাটিতে আওয়ামী রাজনীতির দর্শন রচনা করতে এসেছি। আমি ৫০ হাজার তরুন ভোটারের স্বপ্ন বাস্তবায়নের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি সংসদে গন মানুষের কথা বলতে এসেছি।আমি বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করাসহ বেকার যুবকের কর্মসংস্থানের দ্বার উম্মুক্ত করতে নির্বাচনে এসেছি।  পেয়ারু বলেন ফটিকছড়ির উন্নয়নের রুপকথা শুনাতে এবং অভুক্ত মায়ের ক্ষুধার কান্না শুনে কাঁদতে এসেছি। সর্বোপরী  একটি সত্য, সুন্দর, আধুনিক ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মান করতে,   চল্লিশ বছরের রাজনীতির শপথ নিয়ে ফটিকছড়ির কাংখিত উন্নয়ন করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। ফটিকছড়ি আওয়ামীলীগের তৃনমুল নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জনা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক,সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী,আওয়ামীলীগ নেতা সৈয়দ মো: বাকের,গোলাপুর রহমান, শাহ আলম সিকদার,আবদুস সালাম, আবু তালেব চেয়ারম্যান,দিদারুল বশর চৌধুরী দুদু, মন্জুর মোরশেদ ফিরোজ, মুজিবুর রহমান স্বপন, আমান উল্লাহ চৌধুরী লিটন,কাজী মাহমুদুল হক, সৈয়দ আবদুল মন্নান , ফারুকুল আজম,জসিম উদ্দিন মুহুরী
অহিদুল আলম চেযারম্যান প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post