আলীকদমে গরু ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে হেলাল উদ্দিন (২৫) নামের এক গরু ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার বিকালে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম পাহাড়ি পোয়ামুহুরী এলাকার ইন্দু পাড়ার কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। হেলাল নয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা ইউনুছের ছেলে।
সূত্র জানায়, গত ৫ অক্টোবর নগদ ৩০ হাজার টাকা নিয়ে হেলাল দূর্গম ইন্দুপাড়া এলাকায় গরু কিনতে যায়। এর পর থেকে তার খোজ পাওয়া যাচ্ছিলনা। এক পর্যায়ে স্থানীয় লোকজন ইন্দুপাড়ার পাশে নদীর কিনারায় এক যুবকের জবাই করা লাশ দেখে স্থানীয় সেনাবাহিনী সদস্যদের খবর দেন। পরে সেনাবাহিনীর সদস্যরা লাশটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেন।