আলীকদমে বন শ্রমিকের লাশ উদ্ধার
প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম বালুঝিরি নামক স্থান হতে মোঃ কাশেম নামে এক বনশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত লাশ আলীকদম উপজেলার নয়াপড়্ইাউনিয়নের মঞ্চপাড়ার মৃত রুহুর আমিনের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, বনশ্রমিক আঃ কাশেম প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার সকালে বাঁশ সংগ্রহের জন্য বনে যায়। রাতে বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তার অনেক খোঁজাখোঁজির পরও কোন হদিস না পেয়ে আলীকদম থানা পুলিশকে জানালে শুক্রুবার পুলিশ তার খোঁজ নিতে গিয়ে দুর্গমের বালুঝিরি নামক স্থানে তার লাশ উদ্ধার করে।
আলীকদম থানার পুরিশ পরিদর্শক আজমগীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা লিপিবদ্ধ করে ময়না তদন্তের জন্য লাশ জেলা সদরে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#