আলীকদমে মাতামুহুরী থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীতে থেকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাতামুহুরী নদীর মোক্তার সর্দার পাড়া পয়েন্ট থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। পরে খবর পেয়ে এলাকাবাসী ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন উদ্ধারকৃত শিশুটি একইপাড়ার ইসকান্দারের ৯ বছর বয়সী কন্যা সাবিহা বেগম বলে সনাক্ত করেন।
আলীকদম থানার পুলিশ পরিদর্শক রফিক উল্লাহ মাতামুহুরী নদীতে ডুবে শিশু কন্যা সাবিহা বেগম (৯) মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।