• December 12, 2024

আলীকদমে মাদরাসা ছাত্র নিখোঁজ

সংবাদদাতা: বান্দরবানের আলীকদম উপজেলার ফয়জুল উলুম মাদরাসা ও এতিমখানার হেফ্জ বিভাগের ছাত্র মো. নিয়ামুল হাসান (১০) গত বুধবার (২৭ জুন) থেকে নিখোঁজে খবর পাওয়া গেছে। সে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ওমর আলী পাড়া পাট্টাখাইয়া গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের পুত্র।
মাদ্রাসার পরিচালক মাওলানা শামশুল হুদা ছিদ্দিকী জানান, গত ২৭ জুন সন্ধ্যা থেকে ছাত্রটির খোঁজ পাওয়া যাচ্ছে না। তার খোঁজে স্থানীয়ভাবে মাইকিং করা হয়েছে। এ ব্যাপারে সোমবার (২ জুলাই) আলীকদম থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং- ৬৫। কোন সহৃদয় ব্যক্তি এ নিষ্পাপ শিশুটির খোঁজ পেলে ০১৮২০৪০৩৪৯৬ ও ০১৫৫৬৫৬০১২৬ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post