• December 1, 2024

আলীকদমে যৌথ অভিযানে ইয়াবাসহ গুলি উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলিকদমে সেনা-পুলিশের যৌথ অভিযানে ১১৩ পিস ইয়াবাসহ ৫ টি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে যৌথবাহিনী উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতল্ল্যাপাড়ায় এ অভিযান পরিচালনা করে। যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে শিবাতল্ল্যাপাড়ার মৃত শাহ আলমের পুত্র আব্দুল জলিলের বাড়িতে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রের বেচাকেনার খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৩ পিস ইয়াবা ও ৫ টি তাজা কার্তুজ উদ্ধার করেন। এ সময় আব্দুল জলিল পালিয়ে যেতে সক্ষম হলেও তার দুই স্ত্রীকে যৌথবাহিনী আটক করেন।

এলাকাবাসীর অভিযোগ, আব্দুল জলিল একজন পেশাদার অস্ত্র ও মাদক ব্যবসায়ী। আগামী নির্বাচনে ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে সে অস্ত্র ও মাদকের হাট বসিয়েছে। অভিযানে তাজা কার্তুজ পাওয়া যাওয়ার ফলে প্রমানিত হয় যে তার কাছে আগ্নেয়াস্ত্র ও আছে। গা ঢাকা দেয়ার কারনে এলাকাবাসীর মধ্যে ভয় নেমে এসেছে বলে তারা জানান।

আলীকদম থানার পুলিশ পরিদর্শক রফিক উল্ল্যাহ ১১৩ পিস ইয়াবাসহ ৫ টি কার্তুজ উদ্ধার ও একই ঘটনায় দুই নারী আটকের সত্যতা স্বীকার করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post