আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

লামা (বান্দরবান) প্রতিনিধি: আলীকদম সেনা জোনের উদ্যোগে দূর্ঘম পাহাড়ী এলাকায় শীতার্ত দরিদ্র জনগোষ্টির মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে

আলীকদমে ২হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
আলীকদম সেনা জোনের উদ্যোগে ‘সাঙ্গু দুর্বার শিশু নিকেতন’ উদ্বোধন
আলীকদম-লামা-ঢাকা শ্যামলী পরিবহন চালু

লামা (বান্দরবান) প্রতিনিধি: আলীকদম সেনা জোনের উদ্যোগে দূর্ঘম পাহাড়ী এলাকায় শীতার্ত দরিদ্র জনগোষ্টির মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আলীকদম সেনা জোনের উদ্যোগে উপজাতি ও বাঙ্গালী জনগোষ্টির মাঝে এ শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সূত্র জানায়, আলীকদম সেনা জোন সদর, পোয়ামুহুরী, কুরুকপাতা ও বলাইপাড়াসহ বেশ কয়েকটি স্থানে ৫ শতাধিক উপজাতি ও বাঙ্গালী দরিদ্র জনগোষ্টির মাঝে কম্বল বিতরণ করেন আলীকদম জোন কমান্ডার লে: কর্ণেল সাইফ শামীম পিএসসি। এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর এএসএম ফখরুল ইসলাম চৌধুরী ও জোনাল ষ্টাফ অফিসার মেজর জামান উপস্থিত ছিলেন।