আলুটিলায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২৫ যাত্রী

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

আলুটিলায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২৫ যাত্রী

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির আলুটিলায় যাত্রীবাহী বাস উল্টে ১জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। ১৫ অক্টোবর রোববার  রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত

নৌকার বিজয়: আনন্দের বন্যায় ভাসছেন নির্মলেন্দু চৌধুরী
শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
গুইমারাতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ১লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির আলুটিলায় যাত্রীবাহী বাস উল্টে ১জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। ১৫ অক্টোবর রোববার  রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা (৩০) ঠিকাদার বলে জানা গেছে। সে গাজীপুরের তোয়ালাতপুর এলাকার বাসিন্দা আলফাস সরকারের ছেলে। গুরতর আহত অপর ১জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, শান্তি পরিবহনের বাসটি রাত ৮টায় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে আলুটিলায় নামার সময় পুলিশের বক্সের আগে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের উপর উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে মাটিরাঙা ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠায়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। গুরতর আহত অপর ১জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।