• December 5, 2024

আলুটিলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৯ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি‘র আলুটিলা এপিবিএন ক্যাম্প এলাকায় ১০ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০টা দিকে যাত্রীবাহী বাস সড়কে কাত হয়ে গেলে হাফিজ উল্লাহ খোকন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হযেছে। এসময় আহত হন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের নয় শিক্ষার্র্থী। নিহতের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট পৌর এলাকায়। পেশায় মাছ ব্যবসায়ী খোকন বাসের ছাদ থেকে পড়ে মারা যান। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ৪৫ ছাত্র-ছাত্রী বেড়ানোর উদ্দেশ্যে খাগড়াছড়ি আসছিল বলে জানা গেছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জসিম উদ্দিন মজুদার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘কিরণ-বর্ণিতা’ নামের লোকাল বাসটি দুর্ঘটনা কবলিত হবার খবর পেয়ে তাৎক্ষনিক উদ্ধার কাজে অংশ নিয়েছি। আহত নয় যাত্রীকে মাটিরাঙা হাসপাতালে পৌঁছানো হয়েছে।

খাগড়াছড়ি থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, খাগড়াছড়ি জ- ০৪০০০৮ নম্বরের গাড়িটি আটক করা হয়েছে। চালক ও সহকারিরা পলাতক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post