আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: মাটিরাঙ্গা উপজেলাধীন আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অন্ষ্ঠুান সম্পন্ন হয়েছে। বুধবার ২৯ জানুয়ারি সকাল ১১টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অন্ষ্ঠুানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: এরশাদ আলী।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো: মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান।
তিনি পরীক্ষার্থীদের ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, তোমরা এমনভাবে নিজেকে গড়ে তুলবে যা দেখে অন্যেরা শিখতে পারে। দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টার সাথে সাথে নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। পরীক্ষা কেন্দ্রে নিজের ও নিজের প্রতিষ্ঠানের ভাবমুর্তি উজ্জল করার মানসিকতা মনে রাখতে হবে। এ সময় পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ বজায়ে সংশ্লিট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: এমরান হোসেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হুদাসহ বিভিন্ন অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।