আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মানিকছড়ি প্রতিনিধি : সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা'র উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা তপন জ্যেতি চাকমা বর্মা’র ৪র্থতম মৃত্য বার্ষিকীর স্মরণসভা
খাগড়াছড়িতে পুলিশ সপ্তাহ পালিত
খাগড়াছড়িতে অসদাচারনের অভিযোগে আইনজীবী আ. মোমিন বহিষ্কার

মানিকছড়ি প্রতিনিধি : সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা সংলগ্নে বিভিন্ন ফলদ চারা রোপণ ও বিতরণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংগঠনের সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা উপজেলা যুবলীগ সভাপতি সামায়উন ফরাজী সামু ও মাওলানা নুর মুহাম্মদ। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নিজস্ব অর্থায়নে উপজেলার চার ইউনিয়নব্যাপী আম, আমরা, লেবু ও সুপারিসহ ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা রোপণ করে সংগঠনের সদস্যরা।

এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও ফলের চারা বিতরণ করা হয়। এ বিষয়ে সংগঠনের সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক কার্যক্রমসহ নানা ধর্মীয় কাজ করা হয়। এরই ধারাবাহিকতা চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন খালি ও পরিত্যাক্ত স্থানে নানা জাতের গাছের চারা রোপণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের চারা বিতরণ করা হয়েছে’।

এসময় সংগঠনের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান,  ইমাম হোসেন, হাফেজ আবুল বশর, ইমাম উদ্দিন, হাফেজ শরিফুল ইসলাম ও জহির উদ্দিন বিন সুরুজসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।