অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করণের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা ২০২৫ প্রদান করেছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ ।
২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে উপজেলা ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কার্যালয়ের হলরুমে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা ও কলেজ শাখার আয়োজনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ ও দিক-নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি দিগেন্দ্র ত্রিপুরার সভাপতি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও অযোধ্যা মৌজার হেডম্যান জয়া ত্রিপুরা । তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলেছেন, মান সম্মত শিক্ষা অর্জন করতে হলে প্রতিটি শিক্ষার্থীকে মোবাইল আসক্তি মুক্ত রাখতে হবে ।
মোবাইলের মাধ্যমে আধুনিক শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে অযথা মোবাইলে সময় কাটানো থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি । পিতা-মাতার কষ্টার্জিত অর্থব্যয় করে সফল মানুষ হতে শিক্ষা খাতে উচ্চতর ডিগ্রি অর্জন করার বিকল্প নেই মন্তব্য করে শিক্ষার পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল বিষয়ের উপর জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেন তিনি । এছাড়া অনুষ্ঠানের বক্তারা, ত্রিপুরা শিক্ষার্থীদের কল্যাণে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে, শিক্ষিত জাতি গঠনের এমন মানবিক কাজের জন্য ফান্ড তৈরিতে সোচ্চার হওয়ার জন্য সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ সহায়তা ও মহামূল্যবান বই উপহার দেন । আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটি সাবেক সহ-সভাপতি ও ২০৩ অভ্যা মৌজার হেডম্যান ললিত বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন সদস্য নারায়ন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুনী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার সভাপতি কীর্তি ভূষণ ত্রিপুরা, খাগড়াছড়ি ল্যাপ্রোসি মিশন কর্মকর্তা বীর মহন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম মাটিরাঙ্গা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তপ্ত মোহন ত্রিপুরা, শিক্ষার্থী হ্যাপিলিকা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ বেলছড়ি শাখার সভাপতি সঞ্জীব ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম মাটিরাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি অনিতা ত্রিপুরা, গুইমারা জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সবুজ ত্রিপুরা প্রমূখ বক্তব্য রাখেন ।