আশ্রয়ণ প্রকল্পের আওতায় রামগড়ে ১৩৩টি  ভূমিহীন পরিবার ঘর পাচ্ছেন

আশ্রয়ণ প্রকল্পের আওতায় রামগড়ে ১৩৩টি  ভূমিহীন পরিবার ঘর পাচ্ছেন

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে রামগড় উপজেলায় আরও ১৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বি

লক্ষ্মীছড়িতে স্কুল বন্ধ রেখে শিক্ষকদের নিয়ে সভা শিক্ষা অফিসারের
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়ি পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
বন্ধ হওয়া লক্ষ্মীছড়ি খাদ্য গুদামটি ২৩ বছরেও চালু হয় নি

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে রামগড় উপজেলায় আরও ১৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমি ও গৃহ হস্তান্তর করা হবে।

বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের বিভিন্ন জেলা – উপজেলায় আনুষ্ঠানিকভাবে এসব জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।

সোমবার (২০ মার্চ) দুপুরে রামগড় উপজেলা প্রশাসক কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ” আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকল্পের দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় দেশে একটিও ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকবে না। উক্ত প্রকল্পটি প্রধানমন্ত্রীর মডেল কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, পিআইও নজরুল ইসলাম, স্থানীয় সাংবাদিক বৃন্দ।