• July 27, 2024

ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা আনন্দ প্রকাশ চাকমাকে গ্রেফতারের নিন্দা

ডেস্ক রিপোর্ট: ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিকফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় দপ্তর থেকে আজ ২৪ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আইন-শৃঙ্খলাবাহিনী কর্তৃক দলটির দপ্তর সম্পাদক আনন্দ প্রকাশ চাকমাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমা স্বাক্ষরিত গড়ণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে অভিযোগ কওে বলা হয়, চিকিৎসার জন্য ঢাকায় গেলে গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি ২০১৯) রাত সাড়ে ৭টার সময়ঢ াকার শেরেবাংলাএ লাকার একটি বাসা থেকে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর একদল সদস্য আনন্দ প্রকাশ চাকমাকে অসুস্থ অবস্থায় গ্রেফতার কওে নিয়ে যায়। এরপর থেকে তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে তার জীবন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বিবৃতিতে অবিলম্বে আনন্দ প্রকাশ চাকমাকে নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানানো হয়েছে।- প্রেস বিজ্ঞপ্Íি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post