• October 7, 2024

ইউপিডিএফ’র সদস্যদের হত্যার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল

 ইউপিডিএফ’র সদস্যদের হত্যার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সীমান্তে মহালছড়ি উপজেলার দুর্গম এলাকার একটি বাড়িতে প্রতিপক্ষের এলোপাথারি গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র দুই সদস্য নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

বুধবার দুপুরে উপজেলার বাবুছড়া জারুলছড়ি চৌমুহনীতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক গৌতম চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন জ্ঞান প্রসাদ চাকমা।
বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ দীঘিনালা শাখার সদস্য সুমন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রিতা চাকমা, ইউপিডিএফ ইউনিটের দীঘিনালা সংগঠক লালন চাকমা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, গত ১১ ডিসেম্বরে পানছড়িতে ইউপিডিএফ সদস্যসহ ছাত্র ও যুব নেতাদের গুলি করে হত্যা হয়েছে। হত্যাকারীদের আইনে আওতায় না এনে আবারও মহালছড়িতে বর্বরোচিত হামলার হলো। এমন হত্যার ঘটনা নিন্দানীয়। প্রশাসন হত্যাকারীদের কেনো গ্রেফতার প্রচেষ্টা চালাচ্ছে না। তা আমাদের বোধগম্য নয়!।
দোষীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post