প্রতিনিধি : খাগড়াছড়ি- পানছড়ি সড়কের দেওয়ান পাড়া এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিক এর চাঁদা আদায়কারী কে আটক করে বিজিবি। বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকালে পানছড়ি ৩
প্রতিনিধি : খাগড়াছড়ি- পানছড়ি সড়কের দেওয়ান পাড়া এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিক এর চাঁদা আদায়কারী কে আটক করে বিজিবি।
বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকালে পানছড়ি ৩ বিজিবি থেকে এর জেসিও সুবেদার মোঃ জামিউল ইসলাম সহ ৩১ জন শান্তি পরিবহনে অর্জিত ছুটি নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আটকককৃত অনিও চাকমা পানছড়ি উপজেলার বরগুনা গ্রামের ধনেন্জয় চাকমার ছেলে। জানা যায়,পানছড়ি খাগড়াছড়ি সড়কের দেওয়ান পাড়ায় পৌছালে উপজাতীয় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতন্ত্র পরিচয়ে গাড়ি থামিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে চালকের মাথায় পিস্তল ঠেকাতেই গাড়িতে থাকা ছুটি পার্টি চাঁদাবাজকে আটক করে।
অপর সহযোগী গাড়ির পিছনে গুলি করে। খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত অনিও চাকমাকে থানায় হস্তান্তর করার পর মামলা রুজু করা হয়েছে ।