• June 16, 2025

ইউপিডিএফ প্রসিত গ্রুপের রাষ্ট্রবিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ-সমাবেশে লক্ষ্মীছড়িতে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ইউপিডিএফ-গণতান্ত্রিক নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২৭ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউপিডিএফ প্রসিত গ্রুপকে নিষিদ্ধসহ রাষ্ট্রবিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সামবেশে করে।

ইউপিডিএফ-গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সদস্য গতি চাকমা প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, দেপাত্তন চাকমা প্রমুখ।

লক্ষ্মীছড়ি বাজার থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের থানা সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সদস্য গতি চাকমা প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রসিত গ্রুপের ইউপিডিএফ পার্বত্য শান্তিচুক্তি বিরোধীতা করে পাহাড়কে অশান্ত পরিবেশ সৃষ্টি করে রেখেছে। কিছু সংখ্যক সাধারণ মানুষকে মিথ্যা আশাবান দিয়ে ভুল বিুঝিয়ে বিভ্রান্ত করছে। নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করাসহ ভয়-ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসকল হয়রানী ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম বন্ধের দাবি জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post