ইউপিডিএফ ‘র প্রেরিত সংবাদের সংশোধনী
ডেস্ক রিপোর্ট: প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ স্বনির্ভরে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় তথ্যগত ভুলের কারণেনিহতদের মধ্যে বিধান চাকমা নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। শেষ পর্যন্ত খবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে তিনি অক্ষত রয়েছেন। তাই সংশোধনী হিসেবে তার বদলে নিহতদের মধ্যে ধীরাজ চাকমা নামটি যুক্ত হবে। তিনি(ধীরাজ) একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আজ সকালেই তিনি ঢাকা থেকে খাগড়াছড়ি এসে পৌঁছেছেন। সন্ত্রাসীদের এলোপাতাড়ি ব্রাশ ফায়ারে তিনি নিহত হয়েছেন। এই, অনাকাঙ্খিত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।- নিরন চাকমা, প্রচার ও প্রকাশনা বিভাগ,ইউপিডিএফ।