• July 27, 2024

ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে খাগড়াছড়ি ও মাটিরাঙ্গায় অভিযান, জরিমানা আদায়

 ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে খাগড়াছড়ি ও মাটিরাঙ্গায় অভিযান, জরিমানা আদায়
পাহাড়ের আলো ডেস্ক: খাগড়াছড়িতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে মোস্তফা ব্রিকফিল্ডের মালিক মো. মোস্তফাকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ জেলা সদরের গুগড়াছড়িস্থ মোস্তফা ব্রীকফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্যামানন্দ কুন্ড। অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে ইটভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক  উপধারায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরী নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্যামানন্দ কুন্ড বলেন, অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে নেওয়ায় ভাটা মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে। ইটভাটার পরিবেশ দূষণ, ইট ভাটায় কাঠপোড়ানোর বিরোধী ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান চলমান থাকবে।
এদিকে আইন অমান্য করে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে মাটিরাঙ্গায় দুই ইটভাটাকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর শহরের নতুনপাড়া এলাকায় থ্রি আর ব্রিক ফিল্ড ও ত্রিফল থ্রি ইটভাটায় পৃথকভাবে  ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব ও মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার ববি। মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকার দায়ে দুই ইটভাটার মালিককে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব অবৈধ কর্মকান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post