• December 1, 2024

ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদক নিয়ে সচেতনতামুলক সভা

মোঃ শাহ আলম, গুইমারা ॥
সামাজিক ব্যাধি ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও প্রযুক্তির অপব্যবহার সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে মন্তব্য করে খাগড়াছড়ি’র গুইমারা থানা পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেছেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যত। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা সহ দেশ ও জাতির কল্যানে তাদের আদর্শ সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের আরো সচেতন হতে হবে। শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক সভায় তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি’র গুইমারা উপজেলার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গুইমারা থানা পুলিশ কর্তৃক ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও প্রযুক্তির অপব্যবহার নিয়ে সচেতনতা মুলক সভার আয়োজন করে।

হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে হাফছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ আসাব উদ্দিন, গুইমারা থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আবদুল কাদের, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post