• November 13, 2024

ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

রাজস্থলী প্রতিনিধি: রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ছেলে ধরা ও গলা কাটার গুজব প্রতিরোধের লক্ষে এক মা ও অভিভাবক সমাবেশ এবং কমিউনিটি পুলিশিং সভা শনিবার বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হারাধন কর্মকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মোঃ মফজল আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী থানার এস.আই মোঃ রুহুল আমিন, এএসআই মোঃ জিয়া উদ্দিন, ঝাংকা পাড়া আনসার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোঃ মতিউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিহ্লা মারমা।

এছাড়া স্থানীয় কারবারি আঃ জলিল মোড়ল, গাইন্দ্যা বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুর মোহাম্মদ সানা, আনসার ভিডিপির পি,সি, আঃ জলিল সানা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, মোঃ ওসমান গনি, স্থানীয় ইমাম নাজিম উদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মোঃ আলী আকবর সহ এলাকার সমাজ উন্নয়ন প্রকল্পের পাড়াকমী, ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেণীর স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ কামরুন্নাহার।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post