• July 27, 2024

ইসলামের নান্দনিকতা ও শিল্প সৌন্দর্য ক্যালিগ্রাফির মাধ্যমে উজ্জ্বলভাবে ফুটে ওঠে

পাহাড়ের আলো ডেস্ক: হুজুর গাউছুল ওয়ারা শায়খুল ইসলাম শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ৮২ তম খোশরোজ শরীফ উপলক্ষে সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা শাহবাগ জাতীয় জাদুঘরের নলীনিকান্ত ভট্টশালী গ্যালারিতে ২৬ জানুয়ারি ২০১৯ থেকে ৫ ফেব্র“য়ারি পর্যন্ত ১১ দিনব্যাপী ইসলামী ক্যালিগ্রাফি প্রদশর্নী শুরু হয়েছে। ২৬ জানুয়ারি শনিবার প্রদর্শনীর উদ্বোধন করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শাহ্জাদায়ে গাউছুল আ’যম সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন (মা.জি.আ.)। তিনি বলেন, ইসলামী বিধানে নির্মল নান্দনিকতা ও শিল্প সৌন্দর্যকে ঊর্ধ্বে স্থান দেয়া হয়েছে। শিল্পীর হাতের আঁছড়ে আরবি হরফকে বিশেষভাবে ফুটে তোলার নামই হচ্ছে ইসলামী ক্যালিগ্রাফি।

ইসলামের নিপুণ নান্দনিকতা ও শিল্প সৌন্দর্য ক্যালিগ্রাফির মাধ্যমে উজ্জ্বলভাবে ফুটে ওঠে। আল্লাহর ওলীগণ ইসলামের নান্দনিক সৌন্দর্য সকলের নিকট গ্রহণযোগ্য করতে বুদ্ধিবৃত্তিক ও সার্থকভাবে তুলে ধরে আসছেন বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আন্জুমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: ওসমান আলী, ফাউন্ডেশনের পরিচালক মো: সাইফুল্লাহ সাফাসহ অতিথি ও শিল্পীবৃন্দ। সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ১১ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ জানুয়ারি থেকে ৫ ফেব্র“য়ারি পর্যন্ত প্রদর্শনী। ১ ফেব্র“য়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত ক্যালিগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা, ২ ফেব্র“য়ারি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল হলে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post