খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ৪৬৫ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।আটককৃতদের ২২ আগস্ট সকালে আদালতে সোপর্দ করেছে সদর থানা পুল
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ৪৬৫ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।আটককৃতদের ২২ আগস্ট সকালে আদালতে সোপর্দ করেছে সদর থানা পুলিশ।
আদালত তাদের জামিন না মঞ্জর করে হাজতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃতরা হলো খাগড়াছড়ি সদর,৩ নং পৌর ওয়ার্ড,শান্তি নগর এলাকার বাসিন্দা আহম্মদ হোসেন এর ছেলে আলমগীর হোসেন ও একই এলাকার বাসিন্দা মৃত সাবের আহম্মদ এর ছেলে মোঃ নজরুল ইসলাম।
গত সোমবার আনুমানিক রাত ৮ টায় আটককৃত নজরুল এর শান্তিনগর ভাড়া বাসা থেকে ইয়াবা বিক্রিকালে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা এসআই সুজন চক্রবর্তী বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এদের সঙ্গে যারা জড়িত তাদেরকেও খোঁজা হচ্ছে।